বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের বিভিন্ন ফরম
হোমিওপ্যাথিক চিকিৎসক রেজিস্ট্রেশনের নিয়মাবলী ঃ
(প্রয়োজনীয় কাগজপত্র সমূহ অবশ্যই সরকারী প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক (নাম ও পদবীসহ সীলমোহরকৃত) সত্যায়িত করে সংযুক্ত করতে হবে)।
(ক) এসএসসি সনদের সত্যায়িত ছায়ালিপি।
(খ) সর্বশেষ সাধারণ শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত ছায়ালিপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
(গ) বোর্ড কর্তৃক প্রদত্ত সাময়িক চিকিৎসক রেজিষ্ট্রেশন সনদের মূলকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
(ঘ) ডিএইচএমএস পাশকৃত সনদ পত্রের সত্যায়িত ছায়ালিপি।
(ঙ) বোর্ড কর্তৃক প্রদত্ত ডিএইচএমএস চ‚ড়ান্ত বর্ষের নিয়মিত ও সম্পূরক নম্বর পত্রের সত্যায়িত ছায়ালিপি (নিয়মিত পরিক্ষার্থীদের ক্ষেত্রে)।
(চ) অনিয়মিত পরিক্ষার্থীদের ক্ষেত্রে সকল বর্ষের নিয়মিত ও সম্পূরক নম্বর পত্রের সত্যায়িত ছায়ালিপি ।
(ছ) বোর্ড কর্তৃক প্রদত্ত ছাত্রভর্তি রেজিষ্ট্রেশনকার্ড এর সত্যায়িত ছায়ালিপি।
(জ) কলেজ কর্তৃক প্রদত্ত প্রশাংসাপত্র ও ইন্টার্ণশীপ সনদ পত্রের সত্যায়িত ছায়ালিপি।
(ঝ) অধ্যয়ন বিরতীর অনুমতিপত্র/অকৃতকার্য নম্বর পত্র/প্রবেশপত্রের সত্যায়িত ছায়ালিপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
(ঞ) সদ্যতোলা ৩(তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন (ল্যাবপ্রিন্ট) সত্যায়িত ছবি।
বিশেষ দ্রষ্টব্য :
১। বাংলা চিকিৎসক রেজিষ্ট্রেশন সনদের জন্য নির্ধারিতফি- ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং ইংরেজী চিকিৎসক রেজিষ্ট্রেশন সনদের জন্য নির্ধারিত ফি- ২,০০০/- (দুই হাজার) টাকা হারে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট্ রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর অনুকুলে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। জরুরী ভিত্তিতে সনদ গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ফি এর সাথে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা যোগ করতে হবে।
২। ডিএইচএমএস চূড়ান্ত বর্ষ উত্তীর্ণ হওয়ার পর ২ (দুই) বছরের মধ্যে চিকিৎসক রেজিষ্ট্রেশন সনদের জন্য আবেদন করতে হবে। অন্যথায়, পরবর্তী প্রতি ১(এক) বছরের জন্য ৩০০/- (তিনশত) টাকা হারে জরিমানা ফি বাবদ পে-অর্ডার/ব্যাংক ড্রাফট্ রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর অনুকুলে অতিরিক্ত প্রেরন করতে হবে।
৩। যদি কোন সনদপত্র সমূহে নিজ নাম, পিতার নাম ও অন্যান্য বিষয়ে গড়মিল পরিলক্ষিত হয়, তাহলে আদালত কর্তৃক প্রদত্ত হলফনামার (মাধ্যমিক সনদ অনুযায়ী নাম সংশোধন করে) সত্যায়িত ছায়ালিপি অবশ্যই আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
৪। চিকিৎসক রেজিষ্ট্রেশন সনদপত্রটি হারিয়ে যাওয়ার পর পুনরায় উত্তোলনের ক্ষেত্রে স্থানীয় থানায় জিডি করতঃ জিডি নং উল্লেখ পূর্বক একটি জাতীয় দৈনিক পত্রিকায় হারানো বিজ্ঞপ্তির মূল কপিসহ উল্লেখিত নির্ধারিত ফি প্রদান পূর্বক আবেদন করতে হবে।
৫। উক্ত আবেদনপত্র ফরমটি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নিজস্ব ওয়েবসাইট হতে ডাউনলোড করে আবেদনকারী স্ব-হস্তে পূরণ করে অত্র বোর্ড বরাবর উল্লেখিত নিয়মাবলী অনুসরণ পূর্বক সরাসরি/ডাকযোগে দাখিল করা যাবে।
হোমিওপ্যাথিক চিকিৎসক রেজিস্ট্রেশন ফরমDownload
হোমিওপ্যাথিক চিকিৎসক রেজিস্ট্রেশন সনদ নবায়নের নিয়মাবলী ঃ
চিকিৎসক রেজিষ্ট্রেশন সনদ নবায়ন বাবদ প্রতি ৫(পাঁচ) বছরের জন্য নির্ধারিত ফি-১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা হারে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট্ রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর অনুকুলে নির্ধারিত ফরমে আবেদনের সাথে (সনদের মূল কপিসহ) দাখিল করতে হবে।
Download
ডিএইচএমএস সানদ উত্তোলনের নিয়মাবলী ঃ
০১। প্রার্থীর আবেদনপত্রে অবশ্যই যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করিয়াছে সেই প্রতিষ্ঠানের প্রধানের দস্তখত থাকিতে হইবে।
০২। সকল প্রকারের ফিস অবশ্যই ব্যাংকের ডিমান্ড ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে অত্র বোর্ডের রেজিস্ট্রার এর অনুকূলে জমা দিতে হইবে।
০৩। ব্যাংকের (ডিমান্ড) ড্রাফটের উপরি ভাগে প্রাপকের নাম অর্থাৎ রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, লিখিবার ঠিক পরেই ব্যাংক কর্তৃপক্ষ টাকা জমাকারী অর্থাৎ যাহার পক্ষে টাকা জমা করা হইল তাহার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করিয়া দিবেন।
০৪। মূল ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সংগে দাখিল করিতে হইবে। উক্ত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের জমাকৃত টাকা গৃহীত হওয়ার পর আবেদনপত্র কার্যকরী হইবে।
০৫। নগদ টাকা, পোস্টাল অর্ডার, ট্রেজারী চালান গ্রহণযোগ্য হইবেনা।
০৬। দ্বি-নকল/ত্রি-নকল/চৌ-নকল, সনদ/নম্বরপত্রের জন্য আবেদনকারী কে অবশ্যই দৈনিক পত্রিকায় পরীক্ষার নাম, কেন্দ্র, রোল নং, সন, বোর্ডের নাম ইত্যাদি উল্লেখ পূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করিতে হইবে এবং থানায় জিডি করিতে হইবে। বিজ্ঞপ্তিতে মূল দ্বি-নকল/ ত্রি-নকল/সনদ/নম্বরপত্র হারাইয়াছে/পুড়িয়াছে ইত্যাদি উল্লেখ করিতে হইবে। আবেদনপত্রের সহিত উক্ত পত্রিকার বিজ্ঞপ্তির কাটিং, থানার জিডির মূলকপি ও ছাত্র/ছাত্রী রেজিঃ কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হইবে।
০৭। আবেদনপত্রের সহিত (১) এস.এস.সি/সমমানের পরীক্ষার সনদ (২) ছাত্র রেজিস্ট্রেশন কার্ড (৩) ১ম হইতে চূড়ান্ত বর্ষের নম্বরপত্র (৪) কলেজ হইতে প্রদত্ত প্রসংশাপত্র (৫) ইন্টার্নী সনদ (৬) শিক্ষা বিরতি থাকলে তার প্রমাণপত্র গেজেটেড অফিসার/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়িত কপি সংযুক্ত করিয়া দিতে হইবে।
০৮। সনদ/নম্বরপত্রের অংশ বিশেষ থাকিলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ বা জিডি করিতে হইবেনা। আবেদনপত্রের সহিত ঐ অংশ বিশেষ দাখিল করিতে হইবে। তবে সনদ/নম্বরপত্রের অংশ বিশেষে রোল নম্বর, কেন্দ্র ও পরীক্ষার নাম না থাকিলে তাহা গ্রহণযোগ্য হইবেনা।
০৯। বিদেশী নাগরিকগণ কে তাহাদের আবেদনপত্র যথাযথভাবে পূরণ করিয়া অত্র বোর্ডের রেজিস্ট্রার-এর অনুকূলে গ্রহণযোগ্য ব্যাংক ড্রাফটসহ নিজ নিজ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাইতে হইবে।
১০। যাহারা ইংলিশ ভার্শন সনদ/নম্বরপত্র ইত্যাদি উত্তোলন করিতে ইচ্ছুক তাহাদিগকে অবশ্যই ইংরেজীতে ফরম পূরণ করিতে হইবে। আবেদনপত্রের সংগে পূর্ব ইস্যুকৃত বাংলা সনদ/নম্বরপত্র জমা দিতে হইবে।
১১। অসম্পূর্ণ ও অনিয়মিত আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। অসম্পূর্ণ আবেদনের জন্য কোনরূপ যোগাযোগ করা হইবেনা।
সনদ উত্তোলনের ফিস :
১) সাধারণ ফিস ঃ বাংলা- বিনামূল্যে এবং ইংরেজি- ১০০ টাকা।
২) জরুরী ফিস ঃ বাংলা ও ইংরেজি উভয়ই- ৩০০ টাকা।
ডিএইচএমএস সার্টিফিকেট উত্তোলন ফরম
Download
পে অর্ডার কিভাবে করব
উত্তরমুছুনযেকোন ব্যাংক থেকে ‘রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড’ বরাবর পে-অর্ডার করতে হবে।
উত্তরমুছুনজার্মানী ডাক্তার রেকওয়েগ এর R32 ওষুধ পাওয়া যাবে...?
উত্তরমুছুনজার্মানী ডাক্তার রেকওয়েগ এর R32 ওষুধ পাওয়া যাবে...?
উত্তরমুছুন01745077740
বর্তমান ফি কত?
উত্তরমুছুনআবেদন এর কত দিন মধ্যে সনদ পাওয়া যাবে
উত্তরমুছুন