What is Homeopathy? What Is Homoeopathy? লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
What is Homeopathy? What Is Homoeopathy? লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

হোমিওপ্যাথি কি?

হোমিওপ্যাথি হচ্ছে একটি আরোগ্য কলা, যা প্রাকৃতিক নিয়ম অনুসারে রোগীকে সর্বোত্তম উপায়ে নিরাময়তা দান করে। এটিই হলো সর্বাপেক্ষা কষ্টহীন উপায়ে ও বিনা ক্ষতিতে স্থায়ীভাবে রোগ নিরাময় পদ্ধতি। একজন এলোপ্যাথিক চিকিৎসক ও ঔষধ গবেষক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন। এক্ষেত্রে হ্যানিম্যানের বৈজ্ঞানিক নীতি হলো "একটি দুর্বলতর ক্রিয়াশীল শক্তি সদৃশ বলোবতর ক্রিয়াশীল শক্তি দ্বারা স্থায়ীভাবে দূরীভূত হয়"।

হোমিওপ্যাথি শব্দটির অর্থ "সদৃশবিধান সম্মত চিকিৎসা পদ্ধতি"। এটি ল্যাটিন শব্দ Homoeo এবং Pathy এ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। Homoeo অর্থ সদৃশ বিধান এবং Pathy অর্থ রোগ অর্থাৎ হোমিওপ্যাথি শব্দের অর্থ হলো সদৃশ্য বিধানের রোগ নিরাময় পদ্ধতি। 



হোমিওপ্যাথির মূলনীতির নামই হল "সিমিলিয়া সিমিলিবাস কিউরেনচার" অর্থাৎ সদৃশই সদৃশ কে বিদূরিত করে আরোগ্য দান করে। ডাঃ বোরিক বলেন, "সদৃশ লক্ষণ ভিত্তিক আরোগ্য পদ্ধতিকে হোমিওপ্যাথি বলে"। ডাঃ স্টুয়ার্ট ক্লোজ বলেন, "আরোগ্যকারী বিজ্ঞান ও কলাকে হোমিওপ্যাথি বলে"। 



অর্থাৎ রোগীর রোগ লক্ষণের সদৃশ লক্ষণ সৃষ্টিকারী ঔষধ দিয়ে চিকিৎসা করা হয় যে পদ্ধতিতে তাকেই হোমিওপ্যাথি বলে। রোগীর জন্য এই পদ্ধতিটিই সর্বাপেক্ষা কার্যকর ও নিরাপদ।