A surprise homeopathic medicine for all sexual vulnerability of men লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
A surprise homeopathic medicine for all sexual vulnerability of men লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৬ মে, ২০১৯

পুরুষদের সমস্ত যৌন দুর্বলতার একটি আশ্চর্য হোমিওপ্যাথিক ঔষধ



পুরুষদের বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা দেখা দেয়। যেমন- ধ্বজভঙ্গ, লিঙ্গের শিথিলতা, দ্রুত বীর্যপাত, যুবকদের মধ্যে দেখা দেয় অধিক স্বপ্নদোষ, প্রস্রাব পায়খানা করার সময় ধাতুপাত, আবার অনেক সময় কোন রকম যৌন চিন্তা করলেই বীর্য বের হয়ে যায়। এর নানা কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হলো অতিরিক্ত ধাতু ক্ষরণ, অতিরিক্ত সহবাস, হস্তমৈথুন, শরীরের পুষ্টির অভাব, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা ইত্যাদি কারণে পুরুষদের এই সমস্ত যৌন সমস্যা দেখা দিতে পারে। পুরুষদের এসমস্ত যৌন সমস্যার ক্ষেত্রে একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ হলো ডামিয়াগ্রা ড্রপ। এই ঔষধটিতে যেসব হোমিওপ্যাথিক ঔষধ মেশানো রয়েছে সেগুলো হলোঃ

ডামিয়াগ্রা ড্রপ


১। ডামিয়ানা মাদার টিংচারঃ স্নায়বিক দুর্বলতার কারণে ধ্বজভঙ্গ, দ্রুত বীর্যপাত, লিঙ্গের শিথিলতা, স্বপ্নদোষ, প্রস্রাব-পায়খানা করার সময় অজ্ঞাতসারে ধাতু বের হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে ডামিয়ানা মাদার টিংচার খুবই কার্যকরী।
২। লাইকোপোডিয়াম ৩এক্সঃ যদি ধাতু দুর্বলতার কারনে বা অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যুবকদের মধ্যে বয়স্ক ভাব চলে আসে কিংবা তাদের লিঙ্গ ছোট হয়ে যায়, এছাড়াও যদি ধাতু দুর্বলতা দেখা দেয়, ধ্বজভঙ্গ দেখা দেয় সে ক্ষেত্রে লাইকোপোডিয়াম অত্যন্ত চমৎকার কাজ করে।
৩। এগনাস কাস্ট মাদার টিংচারঃ অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত সহবাসের ফলে যদি ধ্বজভঙ্গ, লিঙ্গের বক্রতা, লিঙ্গের দুর্বলতা, লিঙ্গ ছোট হয়ে যাওয়া, স্বপ্নদোষ, উত্তেজনা না আসা বা লিঙ্গ শক্ত না হওয়া, তাছাড়া যদি অজ্ঞাতসারে ধাতু নির্গত হয় সেই সমস্ত দুর্বলতা দূর করতে এগনাস কাস্ট মাদার টিংচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪। এসিড ফস মাদার টিংচারঃ অতিরিক্ত দুর্বলতা, অতিরিক্ত রক্তক্ষরণ বা বিভিন্ন রোগের ফলে যেমন- সুগার, ডায়াবেটিস বা অন্যান্য রোগের ফলে পুরুষদের ধাতু দুর্বলতা, লিঙ্গের শিথিলতা ইত্যাদি দেখা দেয় তাহলে এসিড ফস খুব ভালো কাজ করে।
৫। ওহিমবিনাম মাদার টিংচারঃ এটি লিঙ্গের উপর বিশেষ ভাবে কাজ করে থাকে। লিঙ্গের দুর্বলতা, স্নায়বিক দুর্বলতার কারণে যদি লিঙ্গ ছোট হয়ে যায়, ধ্বজভঙ্গ, লিঙ্গের শিথিলতা ইত্যাদি ক্ষেত্রে ওহিমবিনাম মাদার টিংচার খুবই ভালো কাজ করে।
৬। ক্যালাডিয়াম সেগুইনাম ৩এক্সঃ যা পুরুষদের যৌনাঙ্গের উপর বেশি কাজ করে। এটি ধ্বজভঙ্গ, লিঙ্গের শিথিলতা, ক্ষমতা কম কিন্তু সহবাসের ইচ্ছা শক্তি বেশি সে ক্ষেত্রে এই ওষুধটি খুব কার্যকরী একটি ওষুধ। ক্যালাডিয়াম সেগুইনাম স্বপ্নদোষের ক্ষেত্রেও খুবই কার্যকরী।
৭। সেলেনিয়াম ৩এক্সঃ যদি শারীরিক বা মানসিক দুর্বলতা দেখা যায় এবং এর ফলে যদি যৌন দুর্বলতা দেখা দেয় সে ক্ষেত্রে সেলেনিয়াম একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ। স্বপ্নদোষ, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত ইত্যাদি ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী।

এই সমস্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের সমন্বয়ে ডামিয়াগ্রা ড্রপ তৈরি হয়ে থাকে তাই এটি পুরুষদের যে কোন যৌন সমস্যায় ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে এবং ভাল ফল পাওয়া যায়। এক কাপের চার ভাগের এক ভাগ পানির সাথে ২০ ফোঁটা ওষুধ মিশিয়ে দিনে তিনবার খাবার ৩০ মিনিট আগে খেতে হবে। এটি তিন মাস টানা ব্যবহার করলে অবশ্যই এর ভাল ফলাফল পাওয়া যাবে। ঔষধ ব্যবহারকালীন সময়ে সহবাস থেকে বিরত থাকাই ভালো সম্ভব না হলে যতটা সম্ভব কম সহবাস করতে হবে। এটি দুর্বলতার উপর ভিত্তি করে ৬ মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।