বুধবার, ১৫ মে, ২০১৯

আমাশয়ের হোমিওপ্যাথিক চিকিৎসা

আমাশয় বা ডিসেন্ট্রি হলো অন্ত্রের প্রদাহজনিত একটি রোগ। যার ফলে মলের সাথে রক্ত মিশ্রিত মিউকাস নির্গত হয়। আমাশয় প্রধানত দুই প্রকার ১। বেসিলারী বা ব্যাকটেরিয়াল আমাশয় এবং ২।এ্যামেবিক আমাশয়। আমাশয় সাধারণত পঁচা ফল, পঁচা বাসি খাবার, দুর্গন্ধযুক্ত নোংরা জায়গায় বসবাস অথবা যে সমস্ত জায়গায় খোলামেলা স্থানে পায়খানা করা হয় সেই সমস্ত জায়গা থেকে আমাশয় ছড়ায়। ব্যাকটেরিয়াল আমাশয়ের কারণ হলো সিগেলা, ক্যাম্পিলোভ্যাক্টার, সালমেনোলা ইত্যাদি ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে আক্রমণ করে তখন ব্যাকটেরিয়াল আমাশয় হয়। এ্যামিবিক আমাশয়ের কারণ হল এ্যামিবা নামক এককোষী প্রাণী বা প্যারাসাইটের অন্ত্রে আক্রমণের ফলে এ্যামিবিক আমাশয় হয়।

Dysentery

লক্ষণঃ ব্যাকটেরিয়াল আমাশয়ের ক্ষেত্রে ৪০ থেকে ৫০ বার পায়খানার বেগ হবে, কোথানী, শরীর ব্যথা, জ্বর,অন্ত্রে ক্ষত থাকবে। মল পরীক্ষায় সিগেলা বা অন্যান্য ব্যাকটেরিয়া থাকবে। সাদা মিউকাস নির্গত হবে। এ্যামেবিক আমাশয়ের ক্ষেত্রে এসমস্ত লক্ষণ থাকবে কিন্তু অন্ত্রে ক্ষত থাকবে না। মল পরীক্ষায় প্যারাসাইট লক্ষ্য করা যাবে।

চিকিৎসাঃ আমাশয়ের একটি কার্যকরী হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ হলো 'আর ৪'। এই ঔষধ টি নতুন বা পুরাতন যেকোনো আমাশয়ের ক্ষেত্রে ভালো কাজ করে। এটি নতুন আমাশয়ের ক্ষেত্রে ১৫ ফোঁটা করে দিনে চারবার আধাকাপ জলের সাথে মিশিয়ে খেতে হবে। ছোটরা সাত ফোঁটা খাবে। পুরাতন আমাশয় এর ক্ষেত্রে ১৫ ফোঁটা করে দিনে তিনবার খেতে হবে। আমাশয়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বায়োকেমিক কম্বিনেশন হলো 'বিসি ৯'। এটি নতুন আমাশয়ের ক্ষেত্রে চারটি করে বড়ি দিনে চারবার খেতে হবে আর পুরাতন আমাশয় এর ক্ষেত্রে চারটি করে বড়ি দিনে তিনবার খেতে হবে। ছোটদের ক্ষেত্রে দুটি করে বড়ি খেতে হবে। নতুন ও পুরাতন আমাশয়ের একটি চমৎকার মিকচার ঔষধ তৈরি করতে হলে তিনটি হোমিওপ্যাথিক ঔষধ লাগবে যেমন ১। কুড়চি মাদার টিংচার ২। চ্যাপারা এম মাদার টিংচার এবং ৩। ঈগলমার মাদার টিংচার। প্রতিটি ঔষধ ১০ এমএল করে নিয়ে ৩০ এমএল মিকচার তৈরি করতে হবে। এটি ২৫ ফোঁটা করে আধা কাপ জলে মিশিয়ে দিনে তিনবার খেতে হবে। রক্ত আমাশয় হলে মার্ক কর ৩০ বড়রা তিন ফোঁটা করে দিনে চারবার নতুন আমাশয় এর ক্ষেত্রে আর পুরাতন আমাশয়ের ক্ষেত্রে দিনে তিনবার। রক্ত কম হলে, মিউকাস বেশি থাকলে মার্কসল ৩০ তিন ফোঁটা করে দিনে চারবার নতুন ক্ষেত্রে আর পুরাতন ক্ষেত্রে দিনে তিনবার। ছোটদের ক্ষেত্রে এক ফোঁটা করে খেতে হবে।

এই ঔষধগুলি খেলে নতুন আমাশয় খুব তাড়াতাড়ি সেরে যাবে আর পুরাতন আমাশয় কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যাবে আশা করা যায়।

1 টি মন্তব্য:

  1. ঈগলমার ঔষধটি অন্য কোন নামে আছে কিনা, যদি থাকে তাহলে কি নামে আছে। অধিকাংশ হোমিও মেডিসিনের দোকানে ঔষধটি পাওয়া যাচ্ছে না।

    উত্তরমুছুন