শনিবার, ৬ নভেম্বর, ২০২১

পুরুষের পরম বন্ধু জার্মান হোমিওপ্যাথিক ঔষধ: R-41

 

বিশ্বখ্যাত জার্মান হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডাঃ রেকওয়েগ কর্তৃক প্রস্তুতকৃত R-41 ঔষধটি পুরুষের জন্য একটি আদর্শ টনিক। জীবনীশক্তির অভাব, অকাল বীর্যপাত, ধ্বজ ভঙ্গ, ধাতু দূর্বলতা, বিশেষত পুরুষদের মধ্যে সাধারণ দুর্বলতা, রোগভোগজনিত দূর্বলতা, অতিরিক্ত শারীরিক বা মানসিক পরিশ্রমজনিত দূর্বলতা, অতিরিক্ত উত্তেজনা, স্নায়বিক ক্লান্তি এবং বার্ধক্যজনিত নানা রোগের বিরুদ্ধে R-41 অত্যান্ত ফল প্রদেয়।

R-41

কার্যকারিতাঃ

·         পুরুষত্বহীনতা এবং কামনার অভাবের ক্ষেত্রে আদর্শ টনিক হিসাবে কাজ করে

·         প্রাণশক্তি বৃদ্ধি করে এবং শারিরীক দুর্বলতা হ্রাস করে

·         অসুস্থতাজনিত দূর্বলতার ক্ষেত্রে এটি কার্যক্রর ভুমিকা পালন করে।

·         যৌনাঙ্গকে শক্তিশালী করে এবং স্নায়বিক ক্লান্তি হ্রাস করে।

·         অকাল বীর্যপাত রোধ করে।

এছাড়াও R-41 কম্বিনেশটিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন গুলো যৌন দুর্বলতা দূর করতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে।

এসিড ফসঃ অতিরিক্ত দুর্বলতা, অতিরিক্ত রক্তক্ষরণ বা বিভিন্ন রোগের ফলে যেমন- সুগার, ডায়াবেটিস বা অন্যান্য রোগের ফলে পুরুষদের ধাতু দুর্বলতা, লিঙ্গের শিথিলতা ইত্যাদি দেখা দেয় তাহলে এসিড ফস খুব ভালো কাজ করে। হারানো শক্তি পুনঃরুদ্ধারে এসিড ফস দারুন কার্যকরী।

এগনাস কাস্টঃ অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত সহবাসের ফলে যদি ধ্বজভঙ্গ, লিঙ্গের বক্রতা, লিঙ্গের দুর্বলতা, লিঙ্গ ছোট হয়ে যাওয়া, স্বপ্নদোষ, উত্তেজনা না আসা বা লিঙ্গ শক্ত না হওয়া, তাছাড়া যদি অজ্ঞাতসারে ধাতু নির্গত হয় সেই সমস্ত দুর্বলতা দূর করতে এগনাস কাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

চায়নাঃ রক্ত, রক্ত সঞ্চালন প্রক্রিয়া, স্নায়ু, দৈহিক নিঃসরণ-হজম ক্রিয়ার যন্ত্রসমূহ, যকৃত, প্লীহা, শ্লৈষ্মিক ঝিল্লি ইত্যাদিকে শক্তিশালি করে তুলে। অতিরিক্ত ধাতু ক্ষয়জনিত রোগের ক্ষেত্রে চায়নার ব্যবহার ফলপ্রদ, উৎকণ্ঠা, বিষন্নতা, জীবনের প্রতি বিতৃষ্ণা, মানসিক অবসাদ ইত্যাদি দূর করে।

কোনিয়ামঃ স্ত্রী সহবাসের প্রবল ইচ্ছা থাকলেও শক্তিহীনতার দরুন সহবাসে অক্ষমতা দেখা দিলে কিংবা সহবাসকালে সামান্য সোহাগ-আলিঙ্গনেই লিঙ্গ নিস্তেজ হয়ে পড়লে কোনিয়াম এক্ষেত্রে অসাধারণ ফল প্রদেয়।

ডামিয়ানাঃ স্নায়বিক দুর্বলতার কারণে ধ্বজভঙ্গ, দ্রুত বীর্যপাত, লিঙ্গের শিথিলতা, স্বপ্নদোষ, প্রস্রাব-পায়খানা করার সময় অজ্ঞাতসারে ধাতু বের হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে ডামিয়ানা খুবই কার্যকরী।

ফসফরাসঃ অতি-ইন্দ্রিয়ভোগ, ক্রোধ, ভয়, বিরক্তি, দুঃখ, মানসিক পরিশ্রম, উত্তেজনা, উদ্বেগ ইত্যাদি কারণে দুর্বলতা তৈরী হলে ফসরাস একটি উৎকৃষ্ট ঔষধ।

সিপিয়াঃ দেহের সেলুলার ফাংশনকে শক্তিশালী করে তুলে। ক্লান্তি ও হতাশা দূর করে।

টেস্টিসঃ টেস্টিস ঔষধটি পুরুষের পুরুষোচিত শক্তি এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি ও শরীরের সাধারণ বিকাশে সহায়তা করে।যারা অল্প বয়সে যৌন শক্তি হারিয়েছেন, অনিচ্ছায় বা সামান্য উত্তেজনায় যাদের বীর্যপাত হয়ে যায় টেস্টিস ঔষধটি তাদের পরম বন্ধু। দেহে পুরুষালি হরমোন তথা পুরুষের যৌন সক্ষমতা নিয়ন্ত্রকারী টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে টেস্টিস দারুন কার্যকর।

ঔষধটি নিয়মিত সেবনে পুরুষের যৌন সম্পর্কিত সমস্যা সমূহ দূর করে স্বাভাবিক যৌন জীবন ফিরে পেতে ব্যাপকভাবে সাহায্য করে। বিশ্বখ্যাত জার্মান হোমিওপ্যাথিক মেডিসিন R-41 সত্যিকার অর্থেই পুরুষের পরম বন্ধু।


২৬টি মন্তব্য:

  1. এটি কি করে পেতে পারি জানা বেন ।call kora jabe 8670792769.... sukumarhansda0301@gmail.com

    উত্তরমুছুন
  2. সহবাসের সময় কত মিনিট বারবে।দাম কত

    উত্তরমুছুন
  3. বাংলাদেশের কেউ পাইকারি দিতে চাইলে যোগাযোগ করুন।

    উত্তরমুছুন
  4. সহবাসের সময় কত মিনিট বারবে দাম কত

    উত্তরমুছুন
  5. আপনার ফোন নাম্বার পাঠান

    উত্তরমুছুন
  6. হোমিও বার্তা’র সাথে যোগাযোগের নম্বর 01731903038

    উত্তরমুছুন
  7. আসলে হোমিও ঔষধ খুবভাল

    উত্তরমুছুন
  8. ami medicine nebo order and price ektu details bolven plz

    উত্তরমুছুন
  9. কুরিয়ারে ঔষধ সরবরাহ করা হয়। যোগাযোগ- 01731903038

    উত্তরমুছুন
  10. এটা কোথায় পাওয়া জাবে দাম কতে খাবার নিয়ম জানাবেন 01635457289

    উত্তরমুছুন
  11. R-41 Khawar niom ki?
    R-41 এর ভিতরে কি এগনাস কাস্টঃ
    টেস্টিস, কুনিয়াম ইত্যাদিএইসব গুলোর গুনা বুলি কি এর ভিতরে আছে।

    উত্তরমুছুন
  12. ০১৯৮৩৪৩৭৫১৫ প্লিজ কল

    উত্তরমুছুন
  13. কয় ফাইল খেতে হবে এবং ৬০ বছর বয়সে কি এই ঔষধ খাওয়া যাবে - ইতি রোফ

    উত্তরমুছুন